বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নুরুল হাসান সোহান বেশ আক্ষেপ ঝেড়েছেন। খুলনা থেকে আগে বড় তারকা ক্রিকেটার উঠে এলেও, সাম্প্রতিক সময়ে তা চোখে পড়ছে না। এর কারণ হিসেবে একাধিক অভিযোগ করেছেন সোহান।
সোমবার (২১ এপ্রিল) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন সোহান।
সোহানের করা পোস্টটি পাঠকদের জন্য তুলে ধরা হলো,
‘একটা সময় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অসংখ্য বড় তারকা ক্রিকেটার খুলনা বিভাগ থেকেই উঠে আসতো। কিন্তু কিছু সুবিধাভোগী ক্রিকেট সংগঠকদের ব্যবসায়ীক স্বার্থে ক্রমশই ক্রিকেটে পিছিয়ে পড়ছে খুলনার লোকাল ক্রিকেটাররা। প্রায় ৮-১০ বছর ধরেই খুলনা কোনো লীগ হচ্ছেনা যার ফলে বঞ্চিত হচ্ছে খুলনা বিভাগের লোকাল ক্রিকেটাররা।
বিভিন্ন সময়ে অনেকে উদ্যোগ নেয়ার পরও কিছু স্বার্থান্বেষী ব্যক্তির কারনে খুলনার ক্রিকেট নিয়ে কাজ করতে গিয়েও ব্যর্থ হয়েছে। এইসব ব্যক্তির কারনে খুলনায় ঘরোয়া টুর্নামেন্টও আয়োজন সম্ভব হয়নি বিগত বছরগুলোতে। যার ফলে খুলনার অসংখ্য প্রতিভাবান তরুণদের ক্যারিয়ার ধ্বংস হয়েছে এবং এর দায়ভার তারা কোনোভাবেই এড়াতে পারে না। স্বার্থান্বেষী এইসব সংগঠকদের কারনে ক্রমশই ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্রিকেট এবং ক্রিকেট সংশ্লিষ্ট তরুণরা। এইভাবে যদি চলতে থাকে তাহলে শুধু খুলনার ক্রিকেট না, বাংলাদেশ ক্রিকেটও ধ্বংসের পথে যাবে।‘
এমএইচ//