জাতীয়

পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে এলএনজি আমদানির সিদ্ধান্ত: বিদ্যুৎ উপদেষ্টা

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) মাধ্যমে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান।

শনিবার (২৬ এপ্রিল) বিদ্যুৎ ভবনে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, এবারের গ্রীষ্মে লোডশেডিং সীমিত রাখতে চেষ্টা চলছে। আমাদের প্রক্ষেপণ অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ১৮ হাজার মেগাওয়াটে পৌঁছাবে। আমরা আশা করছি, বিদ্যুৎ সরবরাহ অনেকটা ম্যানেজ করা যাবে এবং লোডশেডিং সহনীয় পর্যায়ে থাকবে।

তিনি আরও বলেন, ‘এটা স্বল্পমেয়াদি সরকার। তাই এমন কোনো উদ্যোগ হাতে নিচ্ছি না, যা বাস্তবায়ন সম্ভব নয়। আমরা অগ্রাধিকার দিচ্ছি বকেয়া বিল পরিশোধে। বিল পরিশোধ না করলে কোনো দেশ আমাদের সঙ্গে ব্যবসা করবে না।’

ফাওজুল কবির খান জানান, আগামী দুই মাসের মধ্যে সিস্টেম লস ৫০ শতাংশ কমিয়ে আনার লক্ষ্যে কাজ করা হচ্ছে। লাইন লিকেজ ঠিক করা হচ্ছে এবং গ্যাস চুরি রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রকল্পে অপ্রয়োজনীয় ব্যয়ও কমিয়ে আনা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী অর্থবছরে বকেয়া পরিশোধ করতে হবে না, কেবল কারেন্ট বিলের জন্য অর্থ বরাদ্দ থাকবে। পাশাপাশি ভর্তুকিও কমবে।

সাগরে তেল-গ্যাস অনুসন্ধান প্রসঙ্গে তিনি বলেন, ‘বিডিংয়ে কেউ অংশ নেয়নি। মিনিস্ট্রিতে চূড়ান্ত অনুমোদনের পর পুনরায় রি-টেন্ডার করা হবে।’

এছাড়া, জ্বালানি তেলের মূল্য নির্ধারণ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) দেয়া হচ্ছে না কেন- এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘মন্ত্রণালয় বিষয়টি দেখছে, কারণ তেলের দাম বিশ্ববাজারে দ্রুত ওঠানামা করে। এখানে প্রতিবেশী দেশের মূল্য ও ভর্তুকির বিষয়টিও বিবেচনায় থাকে।’

সেমিনারে আরও উপস্থিত ছিলেন পেট্রোবাংলার চেয়ারম্যান রেজানুর রহমান, বিউবো চেয়ারম্যান রেজাউল করিম, জ্বালানি বিশেষজ্ঞ ইজাজ হোসেন, ক্যাবের জ্বালানি উপদেষ্টা শামসুল আলম ও সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন ফাওজুল কবির খান | প্রাকৃতিক গ্যাস