দেশজুড়ে

সাবেক প্রধান বিচারপতির গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ

সিরাজগঞ্জ প্রতিনিধি

ছবি: সংগৃহীত

সাবেক প্রধান বিচারপতি এবি এম খায়রুল হকের  গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিরাজগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ।   

মঙ্গলবার (২৯ এপ্রিল) সিরাজগঞ্জে  জেলা আইনজীবী সমিতির সামনে দুপুর ২টায় এই বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়।

আইনজীবী ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেন মন্টুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি এডভোকেট রফিক সরকার, সাবেক সভাপতি ইসমাইল হোসেন হাসু, জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এডভোকেট ইন্দ্রজিৎ সাহা, আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট হামিদুল ইসলাম দুলাল এবং এপিপি হুমায়ুন কবির কর্নেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে দেশ ও জাতির বিরুদ্ধে একটি ‘বিশাল ষড়যন্ত্র’ হিসেবে আখ্যায়িত করেন।  তারা বলেন, খায়রুল হক বিচার বিভাগ ও গণতন্ত্রকে ধ্বংস করেছে।  তার কারণে তত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বাতিল করা হয়, যার ফলে অবৈধ ক্ষমতা দখলের সুযোগ তৈরি হয়।  তিনি একে একে বিচার বিভাগকে দলীয় সুবিধার্থে ব্যবহার করেছেন।

তারা আরও বলেন, খায়রুল হক জানতেন যে, নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না।  তাই তত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে একে একে গণতন্ত্রের কণ্ঠরোধ করেছেন।  তার একাধিক দোসর এখনো দেশের বিভিন্ন আদালতে রয়েছে, যারা রাজনৈতিক কারণে জামিন দিয়ে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সমর্থন করছেন।  এসব চিহ্নিত আইনজীবীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ দাবি জানান যে, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে দ্রুত গ্রেপ্তার করা হোক এবং তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। 

বক্তারা বলেন, দেশের বিচার বিভাগের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

 

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন সাবেক প্রধান বিচারপতি | সিরাজগঞ্জে বিক্ষোভ