বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক কর্মকর্তাকে ধরে পুলিশে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। রুয়েটের এই কর্মকর্তার নাম মামুন-অর-রশিদ (৩০)। তিনি রুয়েটের নিরাপত্তা শাখার কর্মকর্তা।
রোববার (৪ মে) দুপুরে নিজ কার্যালয় থেকে ওই কর্মকর্তাকে আটক করে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়। নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহাম্মেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার একটি মামলার এজাহারভুক্ত আসামি মামুন। তিনি আত্মগোপনে থাকতেন। শিক্ষার্থীরা তাকে ধরে মতিহার থানা পুলিশের কাছে সোপর্দ করে। তার বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মামলা থাকায় মতিহার থানা পুলিশ তাকে আমাদের কাছে হস্তান্তর করেছে।’
ওসি আরো জানান, বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জানা যায়, মামুন-অর-রশিদ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ সেশনের ছাত্র ছিলেন। সে সময় তিনি ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন। গত বছরের ৫ আগস্ট রাজশাহীর আলুপট্টি মোড়ে ছাত্রদের ওপর হামলার ঘটনায় রুয়েটের কিছু কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীর জড়িত থাকার অভিযোগ ওঠে। মামুন-অর-রশিদ তাদের মধ্যে অন্যতম।
আই/এ