দেশজুড়ে

জাতীয় সাংবাদিক সংস্থা ঠাকুরগাঁও জেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি

জাতীয় সাংবাদিক সংস্থা ঠাকুরগাঁও জেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ মে)  দুপুরে   ঠাকুরগাঁও শহরের পাউবো গেষ্ট হাউস হলরুমে জাতীয় সাংবাদিক সংস্থা ঠাকুরগাঁও জেলা শাখা'র আয়োজনে কেন্দ্রীয় কমিটির সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা কমিটির সভাপতি মোঃ জুলফিকার আলী এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান এর সঞ্চালনায়  সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সহকারী মহাসচিব মোঃ সাজাদুর রহমান সাজু, সহকারী দপ্তর সচিব মোঃ সিপন আলী ও জাতীয় সাংবাদিক সংস্থা, ঠাকুরগাঁও জেলা শাখার উপদেষ্টা এ্যাড. আশিকুর রহমান রিজভী।

সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা ঠাকুরগাঁও জেলা শাখার সহ-সভাপতি মো: খাদেমুল ইসলাম, মাসুদ বিপ্লব, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন মিলন, মহিলা বিষয়ক সম্পাদক হোসনে আরা চৌধুরী আঁখি জামান, সদস্য সাইফুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা সাংগঠনিক বিষয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সে সময় সংগঠনকে গতিশীল করতে নানা সুপারিশ পেশ করেন বক্তারা।

এ সময় জাতীয় সাংবাদিক সংস্থা ঠাকুরগাঁও জেলা শাখার সদস্যরা উপস্থিত ছিলেন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ঠাকুরগাঁও