রংপুরের কাউনিয়ায় চলন্ত বাসের চাপায় এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ মে) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার মহেশা গ্রামের জুম্মার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মহেশা গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলাম লন্ডীর স্ত্রী রুবিনা বেগম (৩২), তাদের দুই বছরের শিশু ছেলে রহমত আলী এবং ভাতিজি এসএসসি পরীক্ষার্থী আফছানা বেগম স্নেহা (১৬)।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে আশরাফুল ইসলাম মোটরসাইকেলে করে স্ত্রী, সন্তান ও ভাতিজিকে নিয়ে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন। পথে জুম্মার নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাদের বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই রুবিনা বেগম, তার শিশু ছেলে রহমত এবং এসএসসি পরীক্ষার্থী স্নেহা নিহত হন।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এসি//