সারাদেশে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা কার্যক্রম সাময়িক বন্ধ রয়েছে। এনআইডি সার্ভারে প্রবেশের সময় ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) না আসায় এই সমস্যা দেখা দিয়েছে। ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে এনআইডি সেবাগ্রহীতাদের।
মঙ্গলবার (১৩ মে) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, এনআইডি সার্ভার বন্ধ নয়। এনআইডি কার্যক্রম পরিচালনা করার ওটিপি সার্ভিসের জন্য তৃতীয় পক্ষ থেকে সেবা নেওয়া হয়। যাদের কাছে থেকে ওটিপি সার্ভিস নেওয়া হয়েছে তাদের সিস্টেমে সমস্যা হয়েছে।
তিনি আরও জানান, ওটিপি সার্ভিস ঠিক করার কাজ চলছে। ঠিক হয়ে গেলে সেবা কার্যক্রম চালু হয়ে যাবে।
তবে এনআইডি সেবায় সাময়িক বিঘ্ন ঘটলেও ভোটার হিসেবে ছবি তোলা এবং বায়োমেট্রিক গ্রহণের কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন হুমায়ুন কবীর।
এমএ//