জাতীয়

আইজিপির সঙ্গে মার্কিন মানবাধিকার সংস্থার প্রতিনিধিদলের সাক্ষাৎ

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক রবার্ট এফ কেনেডি মানবাধিকার সংস্থার উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল।বুধবার (১৪ মে) পুলিশ সদর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।  

বাংলাদেশ পুলিশের হেডকোয়ার্টার্সে তাদের মধ্যে ওই সাক্ষাৎ হয়। সংস্থাটির প্রেসিডেন্ট কেরি কেনেডির নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন ভাইস-প্রেসিডেন্ট (ইন্টারন্যাশনাল এডভোকেসি অ্যান্ড লিটিগেশন) অ্যানজেলিটা বেয়েনস ও এশিয়া স্টাফ অ্যাটর্নি ক্যাথরিন কুপার।  

এসময় আইজিপি প্রতিনিধিদলকে জানান, মানবাধিকার সমুন্নত রেখে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করছে  বাংলাদেশ পুলিশ।  

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #বাংলাদেশ পুলিশ #আইজিপি #মনবাধিকার সংস্থা