ঢাকার রামপুরায় এক ব্যবসায়ীর বাসা থেকে দেড় কোটি টাকা, ৪০ ভরি স্বর্ণালংকার এবং সাত হাজার ডলার চুরির ঘটনায় সন্দেহভাজন কেয়ারটেকার মো. উজ্জ্বলকে(৩১) গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (১৫ মে) ডিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন তথ্যের ভিত্তিতে গাজীপুরের মৌবাগ এলাকা থেকে মঙ্গলবার (১৪ মে) গভীর রাতে উজ্জ্বলকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, কক্সবাজারের হোটেল ‘সী প্যালেস’-এর মালিক এ.এস.এম আলাউদ্দিন ভুঁইয়ার ঢাকার বাসায় এই বড় ধরনের চুরির ঘটনা ঘটে। তিনি গেল ১০ মে হাতিরঝিল থানায় অভিযোগ করেন বাসার কেয়ারটেকার উজ্জ্বল সুযোগ বুঝে ১ কোটি ৫০ লাখ টাকা, ৪০ ভরি স্বর্ণালংকার (যার মূল্য প্রায় ৬০ লাখ টাকা) এবং ৭ হাজার মার্কিন ডলার নিয়ে পালিয়ে গেছেন।
মামলার তদন্তে জানা যায়, গেল ৩ মে আলাউদ্দিন ভূইয়া হোটেল তদারকির জন্য কক্সবাজার যান। এর আগের দিন ২ মে উজ্জ্বল ছুটিতে যাওয়ার কথা বলে বাসা ছাড়েন। ৬ মে বাসার মালিক ফিরে এসে দেখেন, লকার খোলা এবং ভেতরের নগদ টাকা ও স্বর্ণালংকার উধাও। পরে সিসিটিভি ফুটেজ ঘেঁটে দেখা যায়, ২ মে উজ্জ্বল ক্যামেরা ঘুরিয়ে দেন এবং মালিকের রুমে ঢুকে পরদিন একটি ব্যাগ নিয়ে বাসা ছাড়েন।
উজ্জ্বল আগে আলাউদ্দিন ভুঁইয়ার হোটেলে বাবুর্চির কাজ করতেন এবং ২০১৯ সাল থেকে বাসার কেয়ারটেকার ছিলেন। পরিবারের ঘনিষ্ঠজন হওয়ায় তিনি লকারের পাসওয়ার্ডও জানতেন।
ডিএমপির ভাষ্য অনুযায়ী, সিসিটিভি, প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় উজ্জ্বলের অবস্থান চিহ্নিত করা হয়। পরে তার বাসায় অভিযান চালিয়ে আলমারি থেকে ৬০ লাখ টাকা উদ্ধার করা হয়। উজ্জ্বল পুলিশের কাছে স্বীকার করেছেন, ওই টাকা দিয়ে তিনি একটি আলমারি ও ফ্রিজ কিনেছেন, যেগুলো জব্দ করা হয়েছে।
এছাড়া জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, চুরি করা ১৪ লাখ টাকা তিনি গাজীপুরের শিমুলতলী বাজারে তার ভগ্নিপতির বাড়িতে লুকিয়ে রেখেছিলেন। সেখান থেকেও সেই টাকা উদ্ধার করা হয়েছে।
আদালতে হাজির করার পর উজ্জ্বল দোষ স্বীকার করে স্বেচ্ছায় জবানবন্দি দিয়েছেন। বাকি দুই অভিযুক্ত ও চুরি যাওয়া সম্পদের অবশিষ্ট অংশ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এমএ//