বাংলাদেশ

ইশরাকের ব্যাপারে আইন মন্ত্রণালয়ের মতামত চাইল স্থানীয় সরকার বিভাগ

ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঘোষণার পেছনে কোনো আইনি জটিলতা আছে কিনা, তা জানতে আইন মন্ত্রণালয়ের কাছে মতামত চেয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

বিষয়টি নিয়ে বৃহস্পতিবার (১৫ মে) স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মাহবুবা আইরিন আইন ও বিচার বিভাগের সচিবের বরাবর একটি চিঠি পাঠান। 

চিঠিতে বলা হয়, ২০২০ সালের একটি নির্বাচনি মামলায় ঢাকার নির্বাচনি ট্রাইব্যুনালের রায়ে নির্বাচন কমিশন (ইসি) আপিল না করার সিদ্ধান্ত নিয়েছে, তা পরবর্তী কার্যক্রমের ক্ষেত্রে কোনো আইনি বাধা তৈরি করে কিনা, সে বিষয়ে মতামত প্রয়োজন।

জানা গেছে, ধানের শীষ প্রতীকে নির্বাচন করা ইশরাক হোসেনের মামলায় নির্বাচন কমিশন বিবাদী থাকলেও ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে তারা আপিল করেনি। এই রায় এবং ইসির অবস্থান বিবেচনায় স্থানীয় সরকার বিভাগ পরবর্তী পদক্ষেপে আইনি জটিলতা আছে কিনা, তা স্পষ্ট করতে চায়।

এদিকে ইশরাককে মেয়র হিসেবে ঘোষণা করার সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে একটি রিট করা হয়েছে। ১৪ মে মো. মামুনুর রশিদের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট কাজী আকবর আলী এই রিট দায়ের করেন। রিটে ইশরাককে শপথ গ্রহণ থেকে বিরত রাখার আবেদন জানানো হয়েছে।

অন্যদিকে, ইশরাককে দায়িত্ব বুঝিয়ে দিতে দাবিতে আন্দোলনে নামছেন তার সমর্থকরা। শনিবার (১৭ মে) সকাল ১০টায় নগর ভবন থেকে প্রেসক্লাব হয়ে সচিবালয় পর্যন্ত বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। 

উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিএসসিসি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস জয়ী হন। তবে গেল ২৭ মার্চ, নির্বাচনি ট্রাইব্যুনাল পূর্বের ফলাফল বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করে। সেই রায়ের ভিত্তিতে ২২ এপ্রিল নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় এবং ২৭ এপ্রিল ইশরাককে মেয়র হিসেবে গেজেট প্রকাশ করে।

এর আগে, ওই রায়ের বিরুদ্ধে আপিল করার অনুরোধ জানিয়ে ঢাকার দুই নাগরিক সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠান, যেখানে ইশরাকের নামে গেজেট প্রকাশ ও তাকে শপথ না পড়ানোর আহ্বান জানানো হয়।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইশরাক #মেয়র #চিঠি