গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর থেকে রাজধানী ঢাকা যেন প্রতিবাদের নগরীতে পরিণত হয়েছে। অন্তর্বর্তী সরকারের চলার ৯ মাস পেরিয়ে গেলেও, রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণি-গোষ্ঠী প্রতিদিনই বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে রাজপথে নেমে আন্দোলন করছেন, যার মধ্যে সবচেয়ে সক্রিয় শিক্ষার্থীরাও। সর্বশেষ, আবাসনের নিশ্চয়তা এবং আরও দুই দফা দাবিতে সফল আন্দোলন করে আবারো ঘরে ফিরেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এবার নিজেদের পাঁচ দফা দাবি নিয়ে ঢাকার সাত কলেজের শিক্ষার্থীরা নতুন করে মাঠে নামার ঘোষণা দিয়েছে। সাত কলেজকে একত্র করে বিশ্ববিদ্যালয় করার ঘোষণা আগেই দেয়া হলেও, নাম প্রস্তাব ছাড়া এ পর্যন্ত কোনও কার্যকর অগ্রগতি হয়নি বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। দ্রুত নতুন বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন প্রশাসন নিয়োগসহ তাদের পাঁচ দফা দাবি পূরণ না হলে ১৯ মে থেকে তারা আবারো আন্দোলনে নামে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।
শনিবার (১৭ মে) ইডেন মহিলা কলেজে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এসেছে এ ঘোষণা।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের দেয়া পাঁচ দফা দাবি হলো– রোববারের (১৮ মে) মধ্যে অন্তর্বর্তীকালীন প্রশাসন নিয়োগের প্রজ্ঞাপন জারি করতে হবে; অন্তর্বর্তীকালীন প্রশাসন নিয়োগের পর সেশনজট নিরসনসহ সামগ্রিক বিষয় নিয়ে ও অ্যাকাডেমিক ক্যালেন্ডার বানাতে হবে; ভুতুড়ে ফলের সমাধান, বিভিন্ন ইস্যুতে অতিরিক্ত ফি আদায় এবং যাবতীয় অসঙ্গতিগুলো স্পষ্টভাবে সমাধানের উদ্যোগ নিতে হবে; অন্তর্বর্তীকালীন প্রশাসন নিয়োগের পরবর্তী দুই কার্যদিবসের মধ্যে ২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষা আয়োজনের উদ্যোগ নিতে হবে, এবং আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়য়ের রূপরেখা, লোগো মনোগ্রাম প্রকাশ করতে হবে। সর্বশেষ আগামী ১৬ জুন নতুন বিশ্ববিদ্যালয়য়ের অধ্যাদেশ জারি করতে হবে। একইসঙ্গে ২০২৫-২৬ অর্থবছরের জন্য নতুন বিশ্ববিদ্যালয়ের জন্য বাজেটে নির্ধারণ করতে হবে।
শিক্ষার্থীরা বলেন, আগামী রোববারের মধ্যে অন্তর্বর্তীকালীন প্রশাসন নিয়োগের প্রজ্ঞাপন জারি না হয়, তাহলে ১৯ মে থেকে মাঠের কর্মসূচিতে যেতে বাধ্য হবেন তারা।
এসি//