আন্তর্জাতিক

ভারতীয় কূটনীতিককে অবাঞ্ছিত ঘোষণা পাকিস্তানের

বায়ান্ন আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

পাকিস্তানে ভারতীয় হাইকমিশনের এক কূটনীতিককে   ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে ২৪ ঘণ্টার মধ্যে তাকে দেশত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।   তার বিরুদ্ধে ‘কূটনৈতিক মর্যাদার পরিপন্থী কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগ এনেছে পাকিস্তান।

নয়াদিল্লীতে নিযুক্ত এক পাকিস্তানি কূটনীতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণার পাল্টা জবাবে পাকিস্তান এমন সিদ্ধান্ত নিয়েছে।  পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভির বরাতে জানা গেছে, ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের ওই কর্মকর্তাকে বৃহস্পতিবার পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এনে এই সিদ্ধান্ত জানানো হয়।

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #হাইকমিশনের #ভারতীয় কূটনীতিককে