ক্রিকেট

বাংলাদেশকে পাহাড়সম লক্ষ্য দিলো পাকিস্তান

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ২০২ রানের লক্ষ্য দিয়েছে পাকিস্তান। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২০১ রান সংগ্রহ করে স্বাগতিকরা।

শুক্রবার (৩০ মে) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই রান তুলতে থাকে পাকিস্তান। দ্বিতীয় ওভারেই সাইম আইয়ুব মাত্র ৪ রান করে আউট হয়ে গেলেও তিনে নামা মোহাম্মদ হারিসকে নিয়ে রান তুলতে থাকে সাহিবজাদা ফারহান।

২৫ বলে ৪১ রান করে আউট হন হারিস। ৪১ বলে ৭৪ রান করেন সাহিবজাদা। এছাড়াও হাসান নওয়াজের অপরাজিত ২৬ বলে ৫১ রানের সুবাদে বড় লক্ষ্য পায় পাকিস্তান। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট পেয়েছেন হাসান মাহমুদ ও তানজিম সাকিব।

এ সম্পর্কিত আরও পড়ুন #পাকিস্তান