ঝিনাইদহ শহরের বেপারীপাড়ায় মাদক সংক্রান্ত বিরোধের জেরে ছুরিকাঘাতে জীবন ওরফে মন্টু (২২) নামের এক যুবককে হত্যা করা হয়েছে।নিহত জীবন শহরের হামদহ মোল্লাপাড়া এলাকার বাসিন্দা রজব আলীর ছেলে।
শুক্রবার (৩০ মে) বিকেল পাঁচটার দিকে সিদ্দিকিয়া সড়কের বেপারীপাড়া এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে মাদক সেবন ও ব্যবসাকে কেন্দ্র করে জীবনের সঙ্গে স্থানীয় একাধিক গ্রুপের বিরোধ চলছিল। বিকেলে বিরোধের জেরে জনৈক জিয়ার ছেলে শিমুল, বাহার আলীর ছেলে সাইফুল, ও সাজ্জাদের ছেলে অলিউল দলবল নিয়ে এসে জীবনের ওপর উপর্যুপরি ছুরিকাঘাত চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই বেপারীপাড়া ও সিদ্দিকিয়া সড়ক এলাকায় মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য চলছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেয়া হয়নি। ফলে যুব সমাজ আজ মারাত্মক ঝুঁকিতে রয়েছে।
সদর থানার ওসি জানান, আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দোষীদের শনাক্তের চেষ্টা চলছে এবং ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য কাজ করছে পুলিশ।
আই/এ