গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ঠেঙ্গারবান্দ এলাকায় অতিরিক্ত ডিআইজি (রেলওয়ে হেড কোয়ার্টার) আবিদা সুলতানার বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করেছে। এ ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
শুক্রবার (৩০ মে) দিবাগত রাত তিনটায় এই ঘটনা ঘটে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, রাতে একদল দুর্বৃত্ত মুখোশ পরে ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা বাসার সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ১০ ভরি স্বর্ণালংকার, নগদ ২ লাখ টাকা এবং একটি মোবাইল ফোন সেট লুট করে নিয়ে যায়।
অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানা জানান, ডাকাতির ঘটনায় তিনি অত্যন্ত মর্মাহত। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দেয়ার প্রস্তুতি চলছে এবং দ্রুতই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, "আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।"
এদিকে এমন একজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতির ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তারা নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
আই/এ