আন্তর্জাতিক

হজে প্রথমবার ড্রোন মোতায়েন করেছে সৌদি আরব

বায়ান্ন প্রতিবেদন

চলতি বছর হজ মৌসুমে প্রথমবারের মতো অগ্নিনির্বাপক ড্রোন মোতায়েন করছে সৌদি সিভিল ডিফেন্স। ‘ফ্যালকন’ নামের এই অত্যাধুনিক ড্রোনটি নিয়ে রোববার (০১ জুন) স্থানীয় সময় এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান সিভিল ডিফেন্সের মহাপরিচালক মেজর জেনারেল হামুদ বিন সুলাইমান আল-ফারাজ।

দেশটির সংবাদমাধ্যম আরব নিউজ এবং সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য নিশ্চিত করেছে।

ফ্যালকন ড্রোনটিকে বিশেষভাবে অগ্নিনির্বাপন ও উদ্ধার কাজের জন্য ডিজাইন করা হয়েছে। এতে কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা দুর্গম বা উঁচু স্থানে পৌঁছাতে সক্ষম করে। ড্রোনটি একটানা ১২ ঘণ্টা উড়তে পারে এবং ৪০ কেজি ওজন বহন করতে সক্ষম। এতে রয়েছে তাপমাত্রা নির্ণায়ক (থার্মাল) ক্যামেরা, যা আগুনের উৎস সনাক্ত করতে পারে। এই ড্রোন থেকে রিয়েল টাইম ভিডিও সরাসরি নিয়ন্ত্রণ কক্ষ থেকে মনিটর করা যায়।

ড্রোনটির ব্যবহারযোগ্যতা বিস্তৃত—বহুতল ভবন, শিল্প এলাকা, বিপজ্জনক রাসায়নিক সংরক্ষিত স্থান, ঘনবসতিপূর্ণ এলাকা এবং বনভূমিতে অগ্নিনির্বাপন ও উদ্ধার কাজে এর কার্যকারিতা প্রমাণিত হতে পারে। এর সবচেয়ে বড় সুবিধা হলো—দ্রুত সাড়া দিয়ে ঘটনাস্থলে পৌঁছানো এবং উদ্ধারকর্মীদের জীবনের ঝুঁকি কমানো। একই সঙ্গে রিয়েল টাইম চিত্রের মাধ্যমে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়িয়ে তোলে।

অন্যদিকে, হজ মৌসুমে নিরাপত্তা নিশ্চিতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জননিরাপত্তা পরিচালক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ বিন আবদুল্লাহ আল বাসসামি জানিয়েছেন, অনুমতি ছাড়া মক্কায় প্রবেশ করতে চাওয়া ২ লাখ ৬৭ হাজার ৬৭৮ জনকে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া, ২৫২ জন ভুয়া হজ প্রচারকারীকে গ্রেপ্তার এবং হজের নীতি ভঙ্গের দায়ে ১ হাজার ২৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযানে ১ লাখ ৯ হাজার ৬৩২টি যানবাহনও ফেরত পাঠানো হয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #হজ #ড্রোন