পবিত্র ঈদুল আজহা উদযাপনের দিন পশু কোরবানির সময় গরুর লাথি ও শিংয়ের আঘাত ও অসাবধানে ছুরি বা চাপাতি ব্যবহারের কারণে ঢাকা ও আশপাশের এলাকায় নারী-পুরুষ ও শিশু অনেকেই আহত হয়ে হাসপাতালে এসেছেন।
শনিবার (০৭ জুন) সকাল থেকে রাত আটটা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, কোরবানি দিতে গিয়ে বিভিন্ন ধরনের দুর্ঘটনায় ১১০ জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে তিনজনকে ভর্তি করতে হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।
ঢামেকের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, কোরবানির সময় অনেকে অসতর্কভাবে ধারালো অস্ত্র ব্যবহার করেন বা গরুকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন। এতে নারী-শিশুসহ অনেকেই আহত হন। তেমনই এবারের ঈদেও অনেকে দুর্ঘটনার স্বীকার হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানাগুলোকেও অবগত করা হয়েছে।
এসকে//