বিনোদন

কারাগারে গান গেয়ে বন্দিদের মন জয় করলেন নোবেল

বিনোদন ডেস্ক

ঈদের দিনে কারাগারে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে বন্দিদের জন্য গান গাইলেন আলোচিত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে শনিবার (০৭ জুন) বিকেল সাড়ে তিনটায় অনুষ্ঠিত হয় এই বিশেষ আয়োজন। কারা কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় বন্দিশালার মাঠে বসে এই আয়োজন, যেখানে নোবেল গেয়েছেন একাধিক জনপ্রিয় গান।

মঞ্চে উঠে নোবেল পরিবেশন করেন নগর বাউল জেমস ও আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গান ‘ভিগি ভিগি’, ‘সেই তুমি কেন এত অচেনা হয়ে গেলে’, ‘অভিনয়’ সহ আরও কিছু গান। তার কণ্ঠে গান শুনে আবেগে ভেসে যান কারাবন্দিরা। কারাগারের মতো একটি কঠিন বাস্তবতায়ও কিছু সময়ের জন্য যেন তৈরি হয় উৎসবমুখর এক আবহ।

সুরের জাদুতে ঈদের দিনে বন্দিদের মনে নতুন করে আশার আলো জ্বালিয়েছেন নোবেল। ভক্তরা হয়তো এই আয়োজনে দেখতে পাচ্ছেন এক ‘ভিন্ন’ নোবেলকে—যিনি বিতর্ক নয়, বরং গান দিয়েই ফিরে আসতে চান তার পুরনো জায়গায়।

তবে বাস্তবতা ঠিক ততটা রঙিন নয়। আলোচনার চেয়ে সমালোচনায় বেশি শিরোনামে আসা এই গায়ক বর্তমানে রয়েছেন ধর্ষণ ও নারী নির্যাতনের মামলায় কারাবন্দি।

গত ১৯ মে দিবাগত রাতে রাজধানীর ডেমরা থানা পুলিশ নোবেলকে গ্রেপ্তার করে। অভিযোগ, তিনি এক নারীকে দীর্ঘ সাত মাস ধরে নিজ বাসায় আটকে রেখে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করেছেন। ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়া উদ্দিন আহমেদ তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। বর্তমানে তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

এর আগে সামাজিক মাধ্যমে ভাইরাল হয় নোবেলের এক মারধরের ভিডিও। ভিডিও দেখে ভুক্তভোগীর পরিবার তাকে শনাক্ত করে এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে অভিযোগ দেয়। এরপর মামলার ভিত্তিতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় পুলিশ নোবেলকে গ্রেপ্তার করে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল #কারাগার