বিনোদন

বিভিন্ন দেশ ঘুরলেও চিকিৎসা দিতে পারবেন মিষ্টি জান্নাত!

বায়ান্ন বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

বাংলাদেশি অভিনেত্রী ও দন্ত চিকিৎসক মিষ্টি জান্নাত। ঈদের দুই দিন পরই নাকি সে দুবাইয়ে যাচ্ছেন।

এছাড়া দুবাই থেকে আমেরিকা ও কানাডায় যাওয়ার পরিকল্পনাও রয়েছে তার। সম্প্রতি তার সফরের কথা তিনি নিজেই গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।  

মিষ্টি জান্নাত বলেন, দুবাইয়ে আমার একটি ক্লিনিক রয়েছে, যা পার্টনারশিপে চালানো হয়। তাই আমার দুবাই যেতে হয়। ঈদের পরে আমি দুবাই যাব। তারপর সেখান থেকে যুক্তরাষ্ট্র এবং কানাডায় যাব।

 

তার সফরের কথা শুনলে তাকে প্রশ্ন করা হয়, আপনি তো একজন দন্ত চিকিৎসক। তাহলে  এত দেশ ঘুরলে কীভাবে চিকিৎসা দিতে পারবেন? 

তখন মিষ্টি জান্নাত বলেন, আমি নিয়মিত রোগী দেখি। আমার কাছে লাইসেন্স রয়েছে এবং নিকেতনে আমার একটি ক্লিনিকও আছে। সেখানে ছয়জন চিকিৎসক বসেন। যখন রেফার করা হয়, তখন আমি রোগী দেখি। দেশে থাকলে আমি সপ্তাহে অন্তত দুই দিন চেম্বারে বসি।

তিনি আরও বলেন, তার কাছে ইদানীং প্রচুর স্টেজ শো-এর অফার আসছে, তবে সময়ের অভাবে তা খুব বেশি করতে পারছেন না। তবে তিনি আমেরিকা ও কানাডা সফরের সময় কিছু স্টেজ শো করবেন বলে জানান।

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #মিষ্টি জান্নাত #অভিনেত্রী ও দন্ত চিকিৎসক