দেশজুড়ে

ফুলবাড়ীতে মাদকসহ দুই যুবক গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (০৮জুন) গ্রেপ্তারকৃত দুই যুবকের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ডিউটি অফিসার এএসআই  শাহিদুল ইসলাম

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার পানিমাছকুটি গ্রামের মৃত বক্তার আলীর ছেলে এরশাদুল হক (৩৩) ও একই এলাকার মোজাম্মেল হকের ছেলে স্বপন ইসলাম (১৯)।

পুলিশ জানায়, শনিবার (০৭ জুন) মধ্যরাতে ফুলবাড়ী থানার এস আই রিয়াজুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।

এসময় উপজেলার কুটি চন্দ্রখানা হেলিপ্যাড এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী যুবককে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

পরে তাদের থানায় নিয়ে আসা হয় ও মামলা দায়ের করে কারাগারে পাঠানো হয়।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #কুড়িগ্রাম #মাদক #গ্রেপ্তার