জাতীয়

পুরা ইউরোপে মাত্র ২০টা লোক!

বায়ান্ন প্রতিবেদন

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের চারদিনের রাষ্ট্রীয় সফর চলাকালে যুক্তরাজ্যে তার বিরুদ্ধে আয়োজিত এক ক্ষুদ্র পরিসরের প্রবাসী বিক্ষোভ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নতুন করে আলোচনা ও ব্যঙ্গ-বিদ্রুপের ঝড়।

তাতে যোগ দিয়ে ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে প্রেস সচিব শফিকুল আলমও রসিকতাপূর্ণ স্ট্যাটাস দেন।

বিক্ষোভকারীদের অল্পসংখ্যক উপস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম লেখেন, ঘেউ ঘেউ করার জন্য পুরা ইউরোপ টোকাইয়া মাত্র ২০টা লোক পাইলো!

এই স্ট্যাটাসটি মুহূর্তেই ফেসবুকে ভাইরাল হয়ে যায় এবং নানা রকম মন্তব্যে ভরে ওঠে মন্তব্যের ঘর। কেউ সমর্থন জানিয়েছেন হাস্যরসের ভাষায়, আবার কেউ ভাষার ধরন ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কারণে সমালোচনাও করেছেন। 

 

 

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ড. মুহাম্মদ ইউনূস #প্রেস সচিব #ফেসবুক