ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে একান্ত সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (১২ জুন) বাংলাদেশ সময় বিকেল ৪টা ২০ মিনিটে ব্রিটেনের রাজপ্রাসাদ বাকিংহাম প্যালেসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান।
পোস্টে তিনি বলেন, আজ লন্ডনের বাকিংহাম প্যালেসে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানিয়েছেন মহামান্য রাজা তৃতীয় চার্লস। ব্রিটিশ রাজা অধ্যাপক ইউনূসের ক্ষুদ্রঋণ ব্যাংকিং কার্যক্রম, দারিদ্র্য মোকাবিলায় সামাজিক ব্যবসার প্রচারণা এবং সভ্যতাকে আত্ম-ধ্বংস থেকে বাঁচাতে তিন শূন্যের প্রচারণার মত কার্যক্রমের একজন ভক্ত।
প্রেস সচিব বলেন, রাজা চার্লস এর আগে অধ্যাপক ইউনূসের একটি বইয়ের ভূমিকাও লিখেছিলেন।
প্রসঙ্গত, বৃটেনের রাজপরিবারের রীতিতে, রাজা যখন কাউকে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ দেন বা ‘অডিয়েন্স’ প্রদান করেন, তখন সেটি সংশ্লিষ্ট ব্যক্তি ও তার কাজের গুরুত্বকে স্বীকৃতি দেয়ার একটি সম্মানজনক ইঙ্গিত। এ ধরনের সাক্ষাতে রাজা ওই ব্যক্তির কাজ সম্পর্কে আরও জানার সুযোগ পান এবং একটি স্মরণীয় রাজকীয় অভিজ্ঞতা উপহার দেন।
আই/এ