জুন মাসের প্রথম ১৫ দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে।
রোববার (১৫ জুন) দেশে করোনায় একজনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।
এ মাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত ৫ জুন একজনের। পরে গত ১৩ জুন দুইজন মৃত্যুবরণ করেন।
রোববার (১৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,গত ২৪ ঘণ্টায় ২৯১ জনের নমুনা পরীক্ষায় ২৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। দেশে এ পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৮৩৩ জনে। সেইসঙ্গে করোনায় দেশে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫০৩ জনের।
আই/এ