জাতীয়

দেশে তেলের মূল্য বাড়ানোর চিন্তা নেই : অর্থ উপদেষ্টা

বিশ্ববাজারে ইরান-ইসরাইল সংঘাতের প্রভাবে জ্বালানি তেলের দাম বেড়েছে। তবে এখনই দেশের বাজারে তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (১৭ জুন) সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এ কথা বলেন তিনি। 

উপদেষ্টা বলেন, ইরান-ইসরাইল যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। তবে এখনই দেশের অভ্যন্তরীণ বাজারে দাম বাড়ানোর বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত নিচ্ছে না।

অর্থ উপদেষ্টা বলেন, ‘আমদানির ক্ষেত্রে এখনো আগের দামেই জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য আসছে। তবে পরিস্থিতি নজরে রাখা হচ্ছে। যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হলে তখন নতুন করে চিন্তা করা হতে পারে।’

তিনি বলেন, ইরান-ইসরাইল যুদ্ধের প্রভাব বাংলাদেশেও পড়তে পারে। তবে এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন অর্থ উপদেষ্টা।

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান ইসরাইল সংঘাত #অর্থ উপদেষ্টা