ইরানের রাজধানী তেহরানে অবস্থিত ইমাম হোসেন বিশ্ববিদ্যালয়ে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। বুধবার (১৮ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু।
প্রতিবেদনে বলা হয়, তেহরানের এই বিশ্ববিদ্যালয়টির সঙ্গে ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড কোরের (আইআরজিসি) সম্পৃক্ততা রয়েছে বলে ধরা হয়।
এদিকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক অধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস বলছে, ইরানজুড়ে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত অন্তত ৫৮৫ জন নিহত নিহত হয়েছেন। আহত ১ হাজার ৩২৬ জন।
ইরানের সর্বশেষ বিবৃতি অনুযায়ী এখন পর্যন্ত ইসরাইলি হামলায় ২২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত এক হাজার জন।
গেল শুক্রবার (১৩ জুন) ইরানে আগ্রাসী হামলা চালিয়ে যুদ্ধের সূচনা করেন দখলদার ইসরাইল। ইরানের পারমাণবিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা ও আবাসিক এলাকা লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
জবাবে শুক্রবার রাত থেকেই ইসরাইলে শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে তেহরান।
এমএ//