জাতীয়

নিরপেক্ষ থেকে এসএসএফকে দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টার

সব ধরনের দলীয় ভাবধারা থেকে সরে থেকে পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার (১৮ জুন) প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে এসএসএফ-এর ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘এসএসএফ সদস্যদের শুধু দক্ষতা নয়, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ দিয়েই দায়িত্ব পালন করতে হবে। রাষ্ট্রীয় ভিআইপিদের নিরাপত্তা নিশ্চিত করতে দলমত বিবেচনা না করে পেশাগত নিষ্ঠা বজায় রাখতে হবে।’

তিনি আরও বলেন, প্রযুক্তির দ্রুত অগ্রগতির কারণে নিরাপত্তা চ্যালেঞ্জগুলোও প্রতিনিয়ত রূপ বদলাচ্ছে। এই বাস্তবতায় শতভাগ নিরাপত্তা নিশ্চিত করাটা সহজ কাজ নয়। তবে এসএসএফ সেই চ্যালেঞ্জ দক্ষতার সঙ্গেই মোকাবিলা করছে।

সম্প্রতি এসএসএফ নিজস্ব সাইবার নিরাপত্তা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ উন্নয়ন এনেছে জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, ‘ভবিষ্যতের ঝুঁকি ঠেকাতে নিয়মিত হুমকি বিশ্লেষণ ও প্রস্তুতি নেওয়া অপরিহার্য। আমি আশাবাদী, এসএসএফ তা করে যাবে।’

নিরাপত্তা দিতে গিয়ে জনসাধারণের যেন অপ্রয়োজনীয় ভোগান্তি না হয়, সেদিকে লক্ষ্য রাখতে এসএসএফকে নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি। 

তিনি বলেন, ‘আগে ভিআইপি ফ্লাইট থাকলে সাধারণ ফ্লাইট এক ঘণ্টা পর্যন্ত থেমে থাকত। এখন সেই নিয়ম তুলে দেওয়া হয়েছে, যাতে যাত্রীদের দুর্ভোগ কমে।’

জনসম্পৃক্ততা বজায় রেখে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না।’

প্রধান উপদেষ্টা আরও জানান, এসএসএফ-এর অস্ত্র ও যন্ত্রপাতি হালনাগাদ করার কাজ চলছে। গেল বছরের আগস্টে কিছু সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হলেও দ্রুততার সঙ্গে তা প্রতিস্থাপন করা হয়েছে।

তিনি বলেন, খুব শিগগিরই এসএসএফ তাদের ১২ বছরের পুরোনো ভিএইচএফ রেডিও যোগাযোগ ব্যবস্থা পরিবর্তন করে সর্বাধুনিক ইউএইচএফ  সিস্টেম সংযোজন করবে। এতে তাদের অভিযানিক সক্ষমতা আরও বাড়বে।

এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, তিন বাহিনীর প্রধান, এসএসএফ মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুস সামাদ চৌধুরীসহ সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ইউনূস #প্রধান উপদেষ্টা #এসএসএফ