ফুটবল শুধু একটি খেলা নয়— এ যেন আবেগ, ভালোবাসা, পাগলামি আর উন্মাদনার এক নাম। প্রিয় দলের খেলা দেখার জন্য মানুষ কত কিছুই না করতে পারে! এমনই এক নজিরবিহীন কাণ্ড ঘটিয়েছেন আর্জেন্টিনার এক ফুটবলপ্রেমী।
চলমান ফিফা ক্লাব বিশ্বকাপে অংশ নিয়েছে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব রিভার প্লেট। এই ক্লাবের এক অন্ধ সমর্থকের কাছে ছিলো খেলা দেখতে যাওয়ার মতো অর্থ। তাই একটি ফন্দি আটেন। নিজের গাড়িতে ধরিয়ে দেন আগুন। এরপর সেই পোড়া গাড়ি দেখিয়ে বিমা কোম্পানির কাছ থেকে নেন অর্থ।
সেই অর্থ দিয়েই ছেলেকে সঙ্গে নিয়ে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে, কেবলমাত্র প্রিয় দলের খেলা সরাসরি গ্যালারি থেকে দেখার জন্য।
এমন ফন্দি বাস্তবায়নের কথা স্প্যানিশ টেলিভিশন প্রোগ্রাম ‘চিরিনগুইতো’-তে এক সাক্ষাৎকারে অকপটে প্রকাশ করে দেন।
এর জন্য তাকে পারিবারিক ঝামেলাও পোহাতে হয়েছে। স্ত্রীর সঙ্গে ঝগড়া বাধে তার। তবুও তিনি নিজের সিদ্ধান্তে অটল থাকেন। স্ত্রীকে স্পষ্ট জানিয়ে দেন—এই জিনিসপত্র আবার অর্জন করতে পারবেন, কিন্তু ক্লাব বিশ্বকাপে প্রিয় দলের খেলা আর ফিরে পাবেন না।