নিজের ৩৮তম জন্মদিনে জয় নিয়ে মাঠ ছাড়তে পারলেন না লিওনেল মেসি। ব্রাজিলের ক্লাব পালমেইরাসের ঘুরে দাঁড়ানোর দারুণ এক গল্পের সামনে ম্লান হলো আর্জেন্টাইন সুপারস্টারের জন্মদিন।
ফিফা ক্লাব বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৭৯ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিলো ইন্টার মায়ামি। মার্কিন ক্লাবটির হয়ে ম্যাচের ১৬ মিনিটে তায়েদো আলেন্দে এবং ৬৫ মিনিটে গোল করেন লুইস সুয়ারেজ।
মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ৮০ মিনিট থেকে শুরু হয় পালমেইরাসের ঘুরে দাঁড়ানোর গল্প। পাউলোনিও ব্যবধান কমানোর ৭ মিনিট পর ব্রাজিলিয়ান ক্লাবটির হয়ে সমতা আনেন মাউরিসিও।
এই ড্রয়ে গ্রুপ ‘এ’ থেকে শীর্ষ দল হিসেবে শেষ ষোলোয় উঠল পালমেইরাস। শেষ ষোলয় দলটি মুখোমুখি হবে আরেক ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগোর।
অন্যদিকে মায়ামি খেলবে মেসির সাবেক ক্লাব পিএসজির বিপক্ষে।