আন্তর্জাতিক

ইরানে হামলা

আকাশে ১৮ ঘণ্টা অদৃশ্য মার্কিন বি-২ বোমারু বিমান

অত্যাধুনিক বি-২ স্টেলথ বোমারু বিমান

গেলো শনিবার ইরানে অপারেশন মিডনাইট হ্যামার পরিচালনা করে যুক্তরাষ্ট্র। অত্যাধুনিক বি-২ স্টেলথ বোমারু বিমান দিয়ে ওই অভিযানের লক্ষ্য ছিলো ইরানের পরমাণু স্থাপনা। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স বলছে, হামলার আগে এসব বোমারু বিমান আকাশে ১৮ ঘণ্টা অদৃশ্য ছিলো।    

প্রতিবেদনে বলা হচ্ছে, প্রথমে বেশকিছু বি-২ বোমারু বিমান যুক্তরাষ্ট্রের মিসৌরিতে থাকা হোয়াইট ম্যান ঘাঁটি থেকে প্রশান্ত মহাসাগরে থাকা গুয়াম ঘাঁটির দিকে রওনা দেয়। বিশ্বের নজর ভিন্ন দিকে নিতে এটা ছিলো মার্কিনীদের একটি কৌশল।

যে মুহুর্তে ওই বোমারু বিমানগুলো গুয়াম ঘাঁটির দিকে রওনা দেয়, ঠিক সেই মুহূর্তেই  বি-২ বোমারু বিমানের আরেকটি দল ইরানের দিকে রওনা দেয়। এসব বিমানের যোগাযোগ সর্বনিম্ন পর্যায়ে রাখা হয়। এতে বোমারু বিমানগুলো আকাশে ১৮ ঘণ্টা অদৃশ্য ছিলো। অথা এসব বিমান শুধু ইরান কেনো, আশেপাশে থাকা কোন দেশের রাডার ব্যবস্থা করতে পারেনি হয়। এসময় মাঝ আকাশেই জ্বালানি নেয় এসব বিমান।      

আর এসব বোমারু বিমান ইরানের আকাশসীমার কাছাকাছি থাকার সময়, মার্কিন একটি সাবমেরিন থেকে দুই ডজনের বেশি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। পাশাপাশি বেশকিছু মার্কিন যুদ্ধবিমান ইরানি যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র শনাক্ত করার জন্য বি ২ বোমারু বিমানের সামনে দিয়ে উড়ে যায়পরবর্তীতে বিনা বাধায় ইরানের পরমাণু স্থাপনায় হামলা হামলা চালায় এসব বিমান

ইরানের তিনটি পরমাণু স্থাপনা বি-২ বোমারু বিমান দিয়ে মোট ১৪টি বাঙ্কার বাস্টার বোমা নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র। জিবিইউ-৫৭ ম্যাসিভ অর্ডনেন্স পেনিট্রেটর নামে পরিচিত এসব প্রতিটি বোমার ওজন ৩০ হাজার পাউণ্ড। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মতে, বি-২ বোমারু বিমানের পাশাপাশি ওই অভিযানে ১২৫টি যুদ্ধবিমান অংশগ্রহণ করে।

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন #মার্কিন বিমান #বি ২ বোমারু বিমান #ইরান #যুক্তরাষ্ট্র