দেশজুড়ে

হোটেল রুম থেকে এক পরিবারের ৩ সদস্যের মরদেহ উদ্ধার

ছবি: প্রতীকী

রাজধানীর মগবাজারে একটি হোটেলের রুম থেকে স্বামী-স্ত্রী ও তাদের ১৭ বছরের সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশপ্রাথমিকভাবে পুলিশের ধারণা খাদ্যের বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে। যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে তারা হলেন,  লক্ষ্মীপুর রামগঞ্জ উপজেলার মনির, তার স্ত্রী স্বপ্না ও তাদের সন্তান আরাফাত।

রোববার (২৯ জুন) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন,  প্রাথমিকভাবে যতটুকু জানা গেছে ওই দম্পতি তাদের সন্তানকে নিয়ে লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে গতকাল (শনিবার) বিকেলে ঢাকার মগবাজারের হোটেল সুইট স্লিপে ওঠেন। আজ সকালে দম্পতির এক আত্মীয় তাদের হোটেলে উপস্থিত হন। তখন তিনি দেখতে পান স্বপ্না বমি করছেন। একপর্যায়ে স্বপ্না ও তার সন্তানকে আদ দ্বীন হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক। এরই মধ্যে মনির অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে আইসিইউতে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

এ পুলিশ কর্মকর্তা বলেন,  ছেলের চিকিৎসার জন্য ওই দম্পতি মগবাজারের আবাসিক হোটেলটিতে উঠেছিলেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছেনতাদের মৃত্যুটা কীভাবে হয়েছে, বিষক্রিয়া না অন্য কোনো কারণে সেগুলো তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।

প্রসঙ্গত, মরদেহ তিনটি বর্তমানে পুলিশ হেফাজতে আছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল হাসপাতাল কলেজের মর্গে পাঠানো হবে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #মগবাজার #হোটেল