প্রায় তিন বছর পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ টেলিফোনে কথা বলেছেন।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বুধবার (০২ জুলাই) জানান, ফরাসি পক্ষ থেকেই এই টেলিফোন আলাপের প্রস্তাব এসেছিল। ইউক্রেন ইস্যুতে ফ্রান্স তাদের অবস্থান পরিবর্তন করেনি।
মঙ্গলবার দুই ঘণ্টারও বেশি সময় আলোচনা করেন দুই নেতা।
তিনি আরো জানান, অবস্থান বোঝার জন্য টেলিফোন সংলাপই যথেষ্ট। একারনে দুই নেতার সরাসরি বৈঠকের ব্যাপারে আলোচনা হয়নি।