ক্যাম্পাস

কক্সবাজার সৈকতে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজার সমুদ্রসৈকতের হিমছড়ি পয়েন্টে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) তিন শিক্ষার্থী সাগরের ঢেউয়ে তলিয়ে গেছেন। তাঁদের মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে, বাকিরা এখনো নিখোঁজ রয়েছেননিহত শিক্ষার্থীর নাম কে এম সাদমান রহমান সাবাব (২১)। নিখোঁজ শিক্ষার্থীরা হলেন আসিফ আহমেদ ও অরিত্র হাসান। তাঁরা সবাই ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

মঙ্গলবার (৮ জুলাই) ভোরে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সাঈদ কামাল চৌধুরী।

সহপাঠীদের সূত্রে জানা যায়, গতকাল সোমবার সন্ধ্যায় চবির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চারজন ও আরবি বিভাগের একজন শিক্ষার্থীসহ পাঁচ বন্ধু মিলে কক্সবাজারের হিমছড়িতে বেড়াতে যান। সেখানে রাতযাপন শেষে মঙ্গলবার ভোরে সৈকতে ঘুরতে যান তাঁরা। এর মধ্যে তিনজন সমুদ্রে গোসলে নামলে হঠাৎ একটি বড় ঢেউয়ের তোড়ে তলিয়ে যান তাঁরা। স্থানীয় জেলেদের সহায়তায় অনেক খোঁজাখুঁজির পর সাবাবের লাশ উদ্ধার করা হলেও বাকি দুজনের সন্ধান পাওয়া যায়নি।

এ বিষয়ে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানান, হিমছড়ি সমুদ্রসৈকতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী সাগরে নিখোঁজ হন। একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি দুজনকে উদ্ধারে আমরা সর্বোচ্চ তৎপরতা চালিয়ে যাচ্ছি। এ ঘটনায় চবিতে শোকের ছায়া নেমে এসেছে। উদ্ধার কাজ চলমান রয়েছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #কক্সবাজার #চবি #শিক্ষার্থী