জাতীয়

ছাত্রসংগঠনগুলোর বোঝাপড়া থাকলে ঢাবিতে রাজনীতি বন্ধ হতো না : আসিফ মাহমুদ

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘ছাত্রসংগঠনগুলোর একটি রূপরেখা প্রণয়ন করে নিজেদের মধ্যে চুক্তি বা বোঝাপড়ায় আসা উচিত ছিল। ছাত্রসংগঠনগুলো একসঙ্গে বসে নিজেদের মধ্যে বোঝাপড়া ঠিক করতে পারলে হল রাজনীতি বন্ধের মতো পরিস্থিতির উদ্ভব হতো না।

শনিবার (০৯ আগস্ট) বিকেলে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে একটি প্রীতি ক্রিকেট ম্যাচের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

ছাত্র রাজনীতি বন্ধে ঢাবিতে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে উপদেষ্টা বলেন, যেহেতু ৫ আগস্টের পর সব জায়গায় সংস্কার হচ্ছে, ছাত্ররাজনীতির বিষয়েও ছাত্রসংগঠনগুলোর নতুন রূপরেখায় একমত হওয়া উচিত ছিল।

তিনি  বলেন, ‘হল ও একাডেমিক এরিয়াতে সাংগঠনিক ছাত্ররাজনীতি কীভাবে চলবে বা চলবে কিনা, এটা যদি আগেই ছাত্রসংগঠনগুলো বসে একটা চুক্তিতে আসতো, এক্ষেত্রে আমার মনে হয়, ছাত্ররাজনীতির প্রতি যে বিদ্বেষমূলক পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা হতো না। আমাদের ছাত্রসংগঠনগুলোর এখানে আরেকটু ম্যাচিউর (পরিপক্ব) হওয়ার সুযোগ ছিল।

তবে বিশ্ববিদ্যালয় হলে ছাত্ররাজনীতি বন্ধের ব্যাপারে  প্রশ্ন করা হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত নিয়ে সরাসরি কোনও মন্তব্য করতে রাজি হননি তিনি।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #আসিফ মাহমুদ