আন্তর্জাতিক

ভারতে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার মহারাষ্ট্রের নাগপুর জেলার ভান্দারা এলাকায় অবস্থিত প্রতিরক্ষা সরঞ্জাম ও আগ্নেয়াস্ত্র তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৮ জন শ্রমিকের নিহত এবং ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। বিস্ফোরণের ধাক্কা এতটাই প্রবল ছিলো ৫ কিলোমিটার দূরেও আওয়াজ শোনা গেছে। খবরটি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

জেলা প্রশাসক সঞ্জয় কোলতে জানিয়েছেন, ধ্বংসস্তূপে ধরা পড়া শ্রমিকদের দ্রুত উদ্ধার করা হয়। আট জনের মরদেহ এবং ২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, বিস্ফোরণটি আরডিএক্স তৈরির প্লান্টে ঘটেছে।

এক কর্মী বলেন, “হঠাৎ চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে, শ্বাস নিতে কষ্ট হয়। সুপারভাইজার দ্রুত বের হওয়ার নির্দেশ দেন, তারপরই বিস্ফোরণ হয়।” অন্য এক কর্মী যোগ করেছেন, “ভূমিকম্পের মতো কেঁপে উঠেছিল কারখানা। ধাক্কার জোরে সবাই মাটিতে ছিটকে পড়ে, তারপর প্রাণ বাঁচাতে বাইরে ছুটতে হয়।” উল্লেখ্য, ২০২৩ সালে এই কারখানায়ও এক বিস্ফোরণ ঘটে, যেখানে ৯ জন নিহত হয়েছিল।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন #মহারাষ্ট্র #প্রতিরক্ষা সরঞ্জাম ও আগ্নেয়াস্ত্র