ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) গাড়ির তেল খরচ নিয়ে করা দুর্নীতির অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ঘটনার সঙ্গে শুধু গাড়িচালকরাই নয়, করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও জড়িত বলে জানিয়েছে দুদক।
রোববার (০৭ সেপ্টেম্বর) সকালে দুদকের এনফোর্সমেন্ট ইউনিট নগরভবনে অভিযান চালায়। অভিযানে গাড়ির জ্বালানি বাবদ ভুয়া বিল দেখিয়ে কয়েক কোটি টাকা আত্মসাতের নথি সংগ্রহ করা হয়।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সরকারি গাড়ি ব্যবহার না হলেও নথিতে প্রতিদিন তেলের খরচ দেখানো হয়েছে। পরে সেই টাকা তুলে আত্মসাৎ করা হয়।
অভিযোগ যাচাইয়ের অংশ হিসেবে দুদক সংশ্লিষ্ট নথিপত্র ও অন্যান্য তথ্য সংগ্রহ করছে।
প্রসঙ্গত, গেল ৪ সেপ্টেম্বর এক জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়—বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব হস্তান্তরের দাবিতে আন্দোলনের কারণে টানা ৪০ দিন নগর ভবনের কার্যক্রম বন্ধ ছিল। ওই সময় কর্মকর্তাদের অনেকে একদিনও অফিসে আসেননি। তারপরও তাদের গাড়ির জন্য প্রতিদিন ১৪–১৫ লিটার তেলের খরচ দেখানো হয়। ফলে প্রশ্ন উঠেছে, অফিস বন্ধ থাকার সময় এসব তেল আসলে কোথায় খরচ হলো।
এমএ//