ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রের ৮১০টি বুথে একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছে। যা চলবে দুপুর ৪টা পর্যন্ত। ৬ বছর পর এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে।
শিক্ষার্থীরা লম্বা লাইনে দাঁড়িয়ে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করছেন। ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ডাকসু নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। প্রতিটি কেন্দ্রে তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। পাশাপাশি ভোটগণনার স্বচ্ছতা নিশ্চিত করতে কেন্দ্রগুলোতে এলইডি স্ক্রিনে সরাসরি ফলাফল প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে।
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২০ হাজার ৯১৫ জন এবং নারী ভোটার ১৮ হাজার ৯৫৯ জন।
নির্বাচনে ২৮ পদের বিপরীতে লড়ছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে পুরুষ প্রার্থী ৪০৯ জন ও নারী প্রার্থী ৬২ জন।
শিক্ষার্থীদের প্রত্যাশা, এ নির্বাচনের মাধ্যমে ডাকসু আবারও কার্যকর ভূমিকা পালন করবে এবং শিক্ষার্থীদের অধিকার ও সমস্যার সমাধানে কাজ করবে।
এমএ//