ক্যাম্পাস

জাকসু নির্বাচন বর্জন করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল

বায়ান্ন প্রতিবেদন

নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা পৌনে ৪ টায় ভাসানী হলে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় দলটি।

তাদের অভিযোগ, শিবির সমর্থিত প্যানেলকে জেতাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জামায়াতের সাথে আঁতাত করেছে।

ভোটগ্রহণ শেষ হওয়ার এক ঘণ্টারও আগে বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

প্রায় ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।

নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় ফটগুলোতে কড়া নজরদারি জোরদার করা হয়েছে। সকাল সোয়া ৮টার দিকে ক্যাম্পাসের পেছনে গেরুয়া এলাকা সংলগ্ন ফটকে “বহিরাগত প্রবেশ নিষেধ” লেখা ব্যানার ঝোলানো হয়েছে। এছাড়া ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন রয়েছে।

এই নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে মোট ১১,৮৯৭ জন শিক্ষার্থী ভোট দেবেন। এর মধ্যে ৬,১১৫ জন ছাত্র এবং ৫,৭২৮ জন ছাত্রী। ভোটগ্রহণের জন্য ২১টি কেন্দ্রে ২২৪টি বুথ স্থাপন করা হয়েছে।

ছাত্রদের হলভিত্তিক ভোটার সংখ্যা হলো—আল বেরুনী হল: ২১০, আ ফ ম কামালউদ্দিন হল: ৩৩৩, মীর মশাররফ হোসেন হল: ৪৬৪, শহীদ সালাম-বরকত হল: ২৯৮, মওলানা ভাসানী হল: ৫১৪, শহীদ রফিক-জব্বার হল: ৬৫০, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল: ৩৫০, ২১ নম্বর ছাত্র হল: ৭৩৫, জাতীয় কবি নজরুল হল: ৯৯২, এবং তাজউদ্দীন আহমদ হল: ৯৪৭।

ছাত্রীদের হলভিত্তিক ভোটার সংখ্যা হলো—নওয়াব ফয়জুন্নেসা হল: ২৭৯, জাহানারা ইমাম হল: ৩৬৭, প্রীতিলতা হল: ৩৯৬, বেগম খালেদা জিয়া হল: ৪০৩, সুফিয়া কামাল হল: ৪৫৬, ১৩ নম্বর ছাত্রী হল: ৫১৯, ১৫ নম্বর ছাত্রী হল: ৫৭১, রোকেয়া হল: ৯৫৬, ফজিলাতুন্নেছা হল: ৭৯৮, এবং তারামন বিবি হল: ৯৮৩।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #জাকসু #ছাত্রদল #বর্জন