ক্যাম্পাস

ঢাবিতে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন উপহার ছাত্রশিবিরের

বায়ান্ন প্রতিবেদন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করেছে ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ উদ্যোগের ঘোষণা দেয়া হয়।

শিবিরের পক্ষ থেকে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের পাঁচটি স্থানে এই ভেন্ডিং মেশিন স্থাপন করা হবে।

সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ বলেন, “শিক্ষার্থীদের প্রয়োজন আমাদের প্রধান অগ্রাধিকার। মেশিনটি আমরা আগে থেকেই প্রস্তুত করে রেখেছিলাম, তবে ডাকসু নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন হওয়ার ঝুঁকির কারণে তখনই স্থাপন করা হয়নি।”

শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মুহা. মহিউদ্দীন খান বলেন, “আমরা ছাত্ররাজনীতির আমূল পরিবর্তন চাই। শিক্ষার্থীবান্ধব রাজনীতি আমাদের মূল লক্ষ্য। এর আগে, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে ঠান্ডা পানির ফিল্টার স্থাপন করেছিলাম। ভবিষ্যতেও আমরা শিক্ষার্থীদের পাশে থাকব।”

এদিকে শিবিরের সংগঠনিক সম্পাদক কাজী আশিক বলেন, “আমরা আমাদের সক্ষমতার আলোকে শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই। এই ভেন্ডিং মেশিনও সে প্রচেষ্টার একটি অংশ। শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য আমরা সবসময় তাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব।”

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইসলামী ছাত্রশিবির #স্যানিটারি ন্যাপকিন #ডাকসু