আন্তর্জাতিক

শপথ নিলেন নেপালের অন্তর্বর্তী সরকারের তিন মন্ত্রী

নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) প্রেসিডেন্ট কার্যালয়ে আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ায় খোলা আকাশের নিচে শপথ নেন তাঁরা। প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল তিন জন মন্ত্রীকে শপথ পাঠ করান।

স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন আইনজীবী ওম প্রকাশ আর্যাল। পাশাপাশি তিনি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ও সামলাবেন। দুর্নীতি, সুশাসন ও মানবাধিকারবিষয়ক মামলা পরিচালনার জন্য বেশ পরিচিতি তাঁর।

নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের সাবেক পরিচালক কুলমান ঘিসিংকে দায়িত্ব দেওয়া হয়েছে জ্বালানি, অবকাঠামো, পরিবহন ও নগর উন্নয়ন মন্ত্রণালয়ের। আর সাবেক অর্থসচিব ও অর্থনীতিবিদ রমেশ্বর খানাল অর্থমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে।

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন #নেপাল #অন্তর্বর্তী সরকার