অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আগামী ১৯ নভেম্বর ভারতের রাজধানী দিল্লি যাচ্ছেন। তিনি ভারত মহাসাগরীয় অঞ্চলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে অংশ নেবেন।
ভারত মহাসাগর ঘিরে পাঁচ দেশের সমন্বয়ে গঠিত নিরাপত্তা ফোরাম কলম্বো সিকিউরিটি কনক্লেভের (CSC) সপ্তম সম্মেলন অনুষ্ঠিত হবে ২০ নভেম্বর, দিল্লিতে। এবারের আয়োজনের স্বাগতিক দেশ ভারত।
জানা যায়, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন খলিলুর রহমান। গত মাসেই তাকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ পাঠানো হয়েছিল।
এমএ//