আর্কাইভ থেকে জনদুর্ভোগ

রাজধানীতে রাইড শেয়ারিং চালুতে বিক্ষোভ

রাজধানীতে রাইড শেয়ারিং চালুতে বিক্ষোভ

লকডাউনের তৃতীয় দিনে দেশের সব সিটি করপোরেশন এলাকায় অর্ধেক আসন ফাঁকা রেখে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুর নির্দেশনা দেয় সরকার। অথচ মোটরসাইকেলে যাত্রী পরিবহন বা রাইড শেয়ারিং চালুর বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি।  তাই যাত্রী পরিবহনকারী মোটরসাইকেল চালকরা রাইড শেয়ারিং চালুর দাবিতে রাজধানী বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন । 

বুধবার সকালে থেকেই রাজধানীর মিন্টো রোড, আগারগাঁও, মিরপুরসহ বিভিন্ন স্থানে  বিক্ষোভ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল থেকেই ৩০-৪০টি মোটরসাইকেল আগারগাঁওয়ের দিক থেকে মিরপুর ১০ নম্বর মোড়ে এসে রাইড শেয়ারিং চালুর দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।  একই সময় রাজধানীর মিন্টু রোডের মাথায় ডিএমপি হেড কোয়ার্টারে পাশে জড়ো হয়ে যাত্রী পরিবহনকারী মোটরসাইকেল চালকরা বিক্ষোভ করেন। ছোট ছোট দলে বিভক্ত হয়ে রাজধানীর বিভিন্ন পয়েন্টে তারা মোটরসাইকেলযোগে বিক্ষোভ করছেন।

চালকরা বলছেন, গণপরিবহন চালু হয়েছে অথচ রাইড শেয়ারিং বন্ধ রাখা হচ্ছে। চালকরা রাস্তায় নামলেই অহেতুক হয়রানি ও মামলা দেওয়া হচ্ছে। করোনা নিষেধাজ্ঞা তাদের জীবন বিপাকে ফেলে দিয়েছে।  

এ সম্পর্কিত আরও পড়ুন রাজধানীতে | রাইড | শেয়ারিং | চালুতে | বিক্ষোভ