আর্কাইভ থেকে দেশজুড়ে

বাবুই পাখির বাচ্চা মারার দায় স্বীকার করে ক্ষমা চাইলেন বৃদ্ধ

বাবুই পাখির বাচ্চা মারার দায় স্বীকার করে ক্ষমা চাইলেন বৃদ্ধ

বাবুই পাখির বাচ্চা মেরে ফেলার দায় স্বীকার করে ক্ষমা চেয়েছেন ঝালকাঠির নলছিটির ঈশ্বরকাঠী গ্রামের জালাল সিকদার (৬০)।

শনিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে এসে সবার কাছে ক্ষমা চান তিনি।

এসময় জালাল সিকদার বলেন, বাবুই পাখির বাচ্চা মেরে ফেলা যে আইনগত অপরাধ, তা আমি জানতাম না। এমন অপরাধ আর জীবনে কখনও করবো না। তিনি সকলের কাছে ক্ষমা চেয়েছেন।

এর আগে, শুক্রবার দুপুরে নলছিটি উপজেলার ঈশ্বরকাঠি গ্রামে ধান খাওয়ায় ৩৩টি বাবুই পাখির বাচ্চাকে পুড়িয়ে মারার ঘটনা ঘটে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন বাবুই | পাখির | বাচ্চা | মারার | দায় | স্বীকার | করে | ক্ষমা | চাইলেন | বৃদ্ধ