আর্কাইভ থেকে ঢালিউড

না ফেরার দেশে চলে গেলেন সংগীত পরিচালক ফরিদ আহমেদ

না ফেরার দেশে চলে গেলেন সংগীত পরিচালক ফরিদ আহমেদ

সংগীত পরিচালক ফরিদ আহমেদ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল ৯টার দিকে স্কয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ডাক্তার  ফরিদ আহমেদের মেয়ে দূর্দানা ফরিদ তার মৃত্যুর তথ‌্য নিশ্চিত করেছেন। 

দূর্দানা বলেন, ‘গতকাল দুপুর থেকেই বাবার অবস্থা খুব খারাপ ছিল। ডাক্তাররা সর্বশেষ চেষ্টা করেও তাকে আর বাঁচাতে পারলেন না। আজ সকাল ৯টা ৮ মিনিটে ডাক্তার আমাদের ফোন করে জানায় বাবা আর নেই।’

গত মার্চের শেষ সপ্তাহে সস্ত্রীক করোনায় আক্রান্ত হন ফরিদ আহমেদ। অবস্থার অবনতি হলে ২৫ মার্চ রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক‌্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয় ফরিদ আহমেদকে।

এরমধ্যে তার স্ত্রী শিউলি আক্তারের অবস্থা ভালো হলেও ফরিদ আহমেদের তেমন কোনো উন্নতি হয়নি। ১১ এপ্রিল রাত ১২টার দিকে ফরিদ আহমেদকে নগরীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক‌্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে স্কয়ার হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন ফেরার | দেশে | চলে | গেলেন | সংগীত | পরিচালক | ফরিদ | আহমেদ