আর্কাইভ থেকে ক্রিকেট

বৃথা স্যামসনের সেঞ্চুরি, শেষ বলে হারলো রাজস্থান

বৃথা স্যামসনের সেঞ্চুরি, শেষ বলে হারলো রাজস্থান

অভিষেকেই সেঞ্চুরির ইতিহাস গড়েও হার দিয়ে যাত্রা শুরু হলো অধিনায়ক সঞ্জু স্যামসনের। বল হাতে বোলাররা যাচ্ছে তাই বোলিং করলেও ব্যাটিংয়ে নিজের জাত চিনিয়েছেন স্যামসন। 

সোমবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২২১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় পাঞ্জাব কিংস। জবাবে ব্যাট করতে নেমে স্যামসনের হার না মানা সেঞ্চুরিতে ৭ উইকেটে ২১৭ রান তুলতে সক্ষম হয় রাজস্থান। শেষ বলে জিততে পাঁচ রানের প্রয়োজন হলে বাউন্ডারি লাইনে ক্যাচ আউট হয়ে দলের পরাজয় নিয়ে মাঠ ছাড়েন স্যামসন। 

বিশাল রান তাড়া করতে নেমে শুরুতেই স্টোকস-বাটলারকে হারিয়ে বিপদে পড়ে রাজস্থান। অধিনায়ক স্যামসনও বাটলারের ফেরার ওভারেই ফিরতে পারতেন। কিন্তু লোকেশ রাহুলের ক্যাচ মিস করলে পেয়ে যান জীবন। তাতেই বাজিমাত করেন রাজস্থান অধিনায়ক। ৩৩ বলে তুলে নেন ফিফটি। এরপর রিয়ান পরাগের ১১ বলে ২৫ রানের ইনিংসে অনেকটা এগিয়ে যায় রাজস্থান। তার বিদায়ের পর একাই লড়েন স্যামসন। অসাধারণ ব্যাটিং করে ৫৪ বলে অধিনায়কত্বের অভিষেকেই তুলে নেন আইপিএলে তৃতীয় সেঞ্চুরি।

তবে শেষ পর্যন্ত দলকে জেতাতে ব্যর্থ হন স্যামসন। শেষ ওভারে জিততে ১৩ রান প্রয়োজন হলে রাজস্থান কেবল ৮ রান নিতে সমর্থ হয়। শেষ তিন বলে ১১ রান প্রয়োজন পড়লে চতুর্থ বলে ছক্কা হাঁকালেও পঞ্চম বলে কোন রান পায়নি রাজস্থান। তাই শেষ বলে পাঁচ রানের প্রয়োজন পড়লে শেষ বলটি উড়িয়ে মারলে বাউন্ডারি লাইনে ক্যাচ হয়ে ফিরতে হয় স্যামসনকে। তবে ফেরার আগে ৬৩ বলে ১২ বাউন্ডারি ও ৭ ছক্কায় ১১৯ রান করেন স্যামসন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে অধিনায়ক লোকেশ রাহুলের ৫০ বলে ৯১, দীপক হুদার ২৮ বলে ৬৪ ও গেইলের ২৮ বলে ৪০ রানে ভর করে ৬ উইকেট ২২১ রান তোলে পাঞ্জাব কিংস।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন বৃথা | স্যামসনের | সেঞ্চুরি | শেষ | বলে | হারলো | রাজস্থান