আর্কাইভ থেকে বাংলাদেশ

৪৯৩ রানে লঙ্কানদের ইনিংস ঘোষণা

৪৯৩ রানে লঙ্কানদের ইনিংস ঘোষণা

বাংলাদেশ-শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে মাত্র ১৫ মিনিট ব্যাটিং করে ৪৯৩ রান করে প্রথম ইনিংস ঘোষণা করেছে শ্রীলংকা।

শনিবার তৃতীয় দিন ১৫ মিনিটে ৩ ওভার ৩ বল খেলে ২৪ রান তোলে শ্রীলঙ্কা। এই সময়ের মধ্যে রমেশ মেন্ডিসের উইকেট তুলে নেয় বাংলাদেশ। প্রথম ইনিংসে ৭ উইকেটে শ্রীলঙ্কা সংগ্রহ করেছে ৪৯৩ রান। রমেশ মেন্ডিস আউট হওয়ার পরপরই প্রথম ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। এদিকে তাসকিন ৩৩ রান দিয়ে চতুর্থ শিকার হিসেবে এ উইকেটটি তুলে নেন। অন্যদিকে নিরোশান ডিকাভেলা ৭২ বলে ৭৭ রানে অপরাজিত থাকেন। তিনি মোট ৮টি বাউন্ডারি ও ১টি ছক্কায় এ রান করেন।

এর আগে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের শেষ সেশনে প্রথমে বৃষ্টি ও পরে আলোক স্বল্পতায় নির্ধারিত দিনের প্রায় ২৪ ওভার বাকি থাকতেই শেষ হয় খেলা। দ্বিতীয় দিন শেষে লঙ্কানরা ৬ উইকেটে তুলে নেয় ৪৬৯ রান। এদিন ডিকভেলা ৬৪ আর রমেশ মেন্ডিস ২২ রানে অপরাজিত ছিলেন। তবে দ্বিতীয় দিনের প্রথম দুই সেশনে দারুণ ছন্দে থাকে বাংলাদেশি বোলাররা। তাসকিনের দাপটে প্রথম সেশনে মাত্র ৪৩ রান তুলতে ৩ উইকেট হারায় লঙ্কানরা।

দ্বিতীয় দিনে তাসকিনের জোড়া আঘাতে স্বস্তি ফেরে টাইগার শিবিরে। প্রথম দিনের ১ উইকেটে ২৯১ রানে দ্বিতীয় দিন শুরু করেই বিপদে পড়ে লঙ্কানরা। তাসকিন ফিরিয়ে দেন সেঞ্চুরিয়ান লাহিরু থিরিমান্নে ও অ্যাঞ্জেলো ম্যাথুসকে। থিরিমান্নে করেন ২৯৮ বলে ১৪০ রান। তাসকিনের পর বাঁ হাতি স্পিনার তাইজুল ধনঞ্জয়া ডি সিলভাকে তুলে নেন। তিনি ফিরে গেছেন মাত্র ২ রান করে।

দ্বিতীয় সেশনে স্বাগতিকরা ২ উইকেট হারায়। তাসকিনের বলে বোল্ড হয়ে ফিরে যান ৩০ রান করা নিশাঙ্কা। এরপর সেঞ্চুরির দিকে এগুতে থাকা ফার্নান্দো মিরাজের ঘূর্ণিতে পরাস্ত হয়ে ফিরে গেছেন ৮১ রানে।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন ৪৯৩ | রানে | লঙ্কানদের | ইনিংস | ঘোষণা