আর্কাইভ থেকে ঢালিউড

ঈদে শাকিব খানের ১৮ সিনেমা!

ঈদে শাকিব খানের ১৮ সিনেমা!

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। অভিনয় দক্ষতায় জয় করেছেন দুই বাংলার দর্শক হৃদয়। শুধু তাই নয়, তার নামেই হলে সিনেমা ওঠে, প্রযোজক লগ্নি করতে সাহস পায়। তাকে নিয়ে জল্পনা-কল্পনার পাশাপাশি  রয়েছে তর্ক-বির্তকও। এসব কিছু ছাপিয়ে এবার জানা গেল আসন্ন ঈদে পর্দায় আসছেন এ নায়ক। তবে প্রেক্ষাগৃহে নয়, টেলিভিশনের পর্দায় দেখা যাবে তাকে। 

জানা গেছে, বেসরকারি টেলিভিশন চ্যানেল নাগরিক টিভি শাকিব খান অভিনীত ১৮টি সিনেমা প্রচার করবে। এর মধ্যে ঈদের দিন বেলা ১১টায় প্রচার হবে ‘বিয়ে বাড়ি’, সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে ‘মাই নেম ইজ খান’ এবং রাত ১১টা ৩০ মিনিটে ‘তুমি স্বপ্ন তুমি সাধনা’।

ঈদের ২য় দিন বেলা ১১টায় প্রচার হবে ‘আমাদের ছোট সাহেব’, দুপুর ২টা ৩০ মিনিটে ‘লাভ ম্যারেজ’, সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে ‘রাজা বাবু’ এবং রাত ১১টা ৩০ মিনিটে ‘স্বামীর সংসার’।

ঈদের ৩য় দিন বেলা ১১টায় প্রচার হবে ‘ফুল নেব না অশ্রু নেব’, দুপুর ২টা ৩০ মিনিটে ‘হিটম্যান’, সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে ‘হিরো দ্য সুপারস্টার’ এবং রাত ১১টা ৩০ মিনিটে ‘টাকার চেয়ে প্রেম বড়’।

ঈদের ৪র্থ দিন সকাল ৮টায় প্রচার হবে ‘স্বপ্নের বাসর’, বেলা ১১টায় ‘সবার ওপরে প্রেম’ এবং সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি-১’। ৫ম দিন সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে প্রচার হবে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি-২’। 

৬ষ্ঠ দিন দুপুর ২টা ৩০ মিনিটে ‘সবার ওপরে তুমি’। ৭ম দিন বেলা ১১টায় প্রচার হবে ‘মা আমার স্বর্গ’ এবং শাকিব খানের ১৮ নম্বর ছবি ‘সন্তান আমার অহংকার’ প্রচার হবে এদিন দুপুর ২টা ৩০ মিনিটে।

মুক্তির অপেক্ষায় আছে শাকিব অভিনীত শাহীন সুমন পরিচালিত ‘বিদ্রোহী’ ও ওয়াজেদ আলী সুমনের ‘অন্তরাত্না’ সিনেমা। আসছে ঈদে সিনেমা দুটি মুক্তির কথা থাকলেও করোনা পরিস্থিতির ওপর নির্ভর করছে মুক্তি পাবে কি না।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন ঈদে | শাকিব | খানের | ১৮ | সিনেমা