আর্কাইভ থেকে জনদুর্ভোগ

টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু সড়কে নেই কোন যানজট

টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু সড়কে নেই কোন যানজট

শুক্রবার পবিত্র ঈদুল ফিতর। ঈদের আগের দিন অন্যান্য বছর ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজট থাকলেও এ বছর চিত্র পুরোটাই উল্টো। সড়কটি অনেকটাই ফাঁকা।

বৃহস্পতিবার সকালে মহাসড়কে স্বাভাবিক গতিতেই যানবাহন চলেছে। করোনার কারণে দূরপাল্লা ও আন্তঃজেলা বাস ও ট্রেন বন্ধ রয়েছে। তাই পিকআপ ভ্যান, প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেলে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ। তবে এ  সড়কে যানবাহনের জট নেই।

এদিকে, বাস বন্ধ থাকায় যাত্রীরা বিপাকে পড়েছেন। সড়কের বিভিন্ন পয়েন্টে যাত্রীদের গাড়ির জন্য অপেক্ষা করতে দেখা গেছে। ভাড়াও গুণতে হচ্ছে দ্বিগুন।

টাঙ্গাইল জেলা পুলিশ সুপার (এসপি) সঞ্জিত কুমার রায় বলেন, সড়কে যানবাহন চলাচল আজকে একেবারে স্বাভাবিক রয়েছে। কোথাও যানজট নেই। বুধবার বিকেল থেকে গাড়ির চাপ কমতে থাকে। এখন স্বাভাবিকভাবে গাড়ি চলাচল করছে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন টাঙ্গাইলবঙ্গবন্ধু | সেতু | সড়কে | নেই | যানজট