আর্কাইভ থেকে করোনা ভাইরাস

ভারতে করোনায় মৃত্যু আরো চার হাজার, পরিস্থিতির অবনতি গ্রামাঞ্চলে

ভারতে করোনায় মৃত্যু আরো চার হাজার, পরিস্থিতির অবনতি গ্রামাঞ্চলে

ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে আরো হাজার ১৭২ জন। তবে কমেছে সংক্রমণ। গেল ৪০ দিনের মধ্যে প্রথমবার দুই লাখের নিচে নেমেছে প্রতিদিনের সংক্রমণ শনাক্তের সংখ্যা। মঙ্গলবার দেশটিতে করোনা পজেটিভ চিহ্নিত হয়েছে দুই লাখ আট হাজারের বেশি মানুষ।

ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, সোমবারের তুলনায় আবারও করোনায় মৃত্যু বেড়েছে মঙ্গলবার। ভারতে করোনায় মোট মৃত্যু ছাড়িয়েছে তিন লাখ ১১ হাজার। তবে দেশটিতে কমে আসছে সক্রিয় সংক্রমিত রোগীর সংখ্যা। এই মুহূর্তে করোনা পজেটিভ আছে ২৬ লাখ মানুষ। সক্রিয় সংক্রমিত রোগীর দিক থেকে এখন শীর্ষে কর্ণাটক। এই মুহূর্তে রাজ্যটিতে করোনা রোগীর সংখ্যা চার লাখ ৪০ হাজার। এর পরের অবস্থানে মহারাষ্ট্র। রাজ্যটিতে করোনা শনাক্তের সংখ্যা তিন লাখ ৩০ হাজার।

এদিকে, করোনার দ্বিতীয় ঢেউয়ে একেবারেই বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের গ্রামাঞ্চল। অনেক গ্রামে এখনও কোনো হাসপাতাল না থাকায় চিকিৎসা সেবা বঞ্চিত হচ্ছে বহু মানুষ। শহরে হাসপাতালগুলোতেও কাটছে না অক্সিজেন আর শয্যা সংকট।

বিশ্বে সক্রিয় করোনা রোগীদের ১৭ শতাংশের বেশি এখন ভারতের। অর্থাৎ প্রতি পাঁচ জনে একজন করোনা রোগী। মোট মৃত্যুর দিক থেকে প্রতি ১২ জনের মধ্যে একজন ভারতে।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন ভারতে | করোনায় | মৃত্যু | আরো | চার | হাজার | পরিস্থিতির | অবনতি | গ্রামাঞ্চলে