আর্কাইভ থেকে ক্রিকেট

বিশ্বকাপে ফের অঘটন, ক্যারিবীয়দের আটকে দিলো স্কটিশরা

বিশ্বকাপে ফের অঘটন, ক্যারিবীয়দের আটকে দিলো স্কটিশরা
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপটি কি অঘটনের টুর্নামেন্ট হতে যাচ্ছে? দুই দিনে খেলায় তাই মনে করা হচ্ছে। হেভিওয়েট দলগুলো হেরে যাচ্ছে অপেক্ষাকৃত দূর্বলদের কাছে। প্রথম দিন সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ও এশিয়া চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে নামিবিয়া বড় অঘটনের জন্ম দিয়েছিল। আজ বিশ্বকাপের দ্বিতীয় দিনও দেখল বড় এক অঘটন। দুর্বল দল স্কটল্যান্ড হারিয়ে দিয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন উইন্ডিজকে। ব্যবধানটাও বিশাল, স্কটিশরা জয় পেয়েছে ৪২ রানে। ওয়েস্ট ইন্ডিজ টস জিতে ব্যাটিংয়ে পাঠায় স্কটিশদের। ব্যাট হাতে তাদের সংগ্রহ ১৬০ রান। এ বিশাল রান তাড়া করতে গিয়ে স্কটিশ বোলারদের তোপে ১৮.৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজ থামে ১১৮ রানে। স্কটিশ বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন মার্ক ওয়াট। ১২ রানে ৩টি উইকেট নেন তিনি। দুটি করে উইকেট নেন ব্র্যাড হোয়েল আর মাইকেল লিস্ক। এর আগে ওপেনার জর্জ মুনসের অপরাজিত হাফসেঞ্চুরিতে ভর করে ৫ উইকেটে ১৬০ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় স্কটল্যান্ড। সংক্ষিপ্ত স্কোর স্কটল্যান্ড ১৬০/৫ (জর্জ মুনসে ৬৬*, ক্যালম ম্যাকলয়েড ২৩; জেসন হোল্ডার ২-১৪, আলজারি জোসেফ ২-২৮) ওয়েস্ট ইন্ডিজ ১১৮ (জেসন হোল্ডার ৩৮, কাইল মেয়ার্স ২০; মার্ক ওয়াট ৩-১২, মাইকেল লিস্ক ২-১৫, ব্র্যাড হুইল ২-৩২) ফলাফল- স্কটল্যান্ড ৪২ রানে জয়ী।

এ সম্পর্কিত আরও পড়ুন বিশ্বকাপে | ফের | অঘটন | ক্যারিবীয়দের | আটকে | দিলো | স্কটিশরা