আর্কাইভ থেকে জাতীয়

কাওরান বাজারে চিনি নেই

কাওরান বাজারে চিনি নেই
বাজারে চিনি নেই। ক্রেতাদের ভোগান্তি। বিক্রেতারা বলছেন ডিলার বা কম্পানির কাছে থেকে তারা চিনি না পাওয়ায় চিনি বিক্রি বন্ধ রেখেছেন। আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাজধানীর কাওরান বাজারে গিয়ে সশরীরে এমন চিত্রই দেখা গেছে। মার্কেটে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে মিল মালিক, রিফাইনারি প্রতিষ্ঠান ও পাইকারদের কাছে মজুত চিনি বাজারে ছাড়ার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গেলো সোমবার (২৪ অক্টোবর) চিনিসহ নিত্যপণ্যের বিষয়ে বৈঠকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এ তথ্য জানান। প্রধানমন্ত্রীর বরাত দিয়ে তিনি বলেন, এ মুহূর্তে মিল, রিফাইনারি প্রতিষ্ঠানগুলোর কাছে ১ লাখ মেট্রিক টন পরিশোধিত চিনি মজুত আছে। সেগুলো বাজারে সরবরাহ করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আশা করছি, রাত থেকেই চিনির বাজার স্থিতিশীল হবে। কিন্ত আজ বৃহস্পতিবার কাওরান বাজারের চিত্র সম্পূর্ন ভিন্ন, সরকারি নির্দেশ মতে বাজারে চিনি পাওয়ার কথা থাকলেও কোন চিনি নেই। কোন মুদি দোকানে চিনি বিক্রি হচ্ছেনা এবং দোকানীরা জানিয়েছেন কোম্পানি থেকে চিনি আসার কথা থাকলেও এখন পর্যন্ত তারা কোন চিনি পায়নি। তারা আরও জানিয়েছে , প্রতিদিনই তারা শুনছেন চিনি আসবে আসবে কিন্তু আসছে না। এক দোকানী জানিয়েছেন, চিনি আসলেও সরকারি দামে বিক্রি করা সম্ভব হবে না। তাদের কেনা থাকবেই ১০৫ টাকার উপরে। আব্দুস সামাদ নামের এক ক্রেতা বলেন, আমি একটা অফিসে পিয়নের চাকরি করি, অফিসের জন্য চিনি কিনতে এসে না পেয়ে ফেরত যাচ্ছি। ৭-৮ টি দোকানে খোঁজ নিয়েও ১ কেজি চিনি পেলাম না। অন্য এক ক্রেতা জানান, অনেক ঘুরে ঘুরে এক দোকানে পেয়েছি , দাম নিয়েছে ১৩০ টাকা কেজি । কোন দোকানেই চিনি নেই। উল্লেখ্য, ক্রেতাদের অনেকেই জানিয়েছেন উপায় না পেয়ে তারা টিসিবি'র ট্রাকে লাইন দিয়ে সামান্য পরিমান চিনি ব্যবস্থা করেছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন কাওরান | বাজারে | চিনি | নেই